জীবন একটা পথ-
পথের দু'দিকে উঁচু উঁচু অট্টালিকা জেগে আছে - সবুজের চিহ্ন নেই - আছে ল্যাম্পপোস্ট ; পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন।
জীবনের পথ যান্ত্রিক - মানব জীবন যন্ত্রের মতো
অনুভূতি আবেগ বিক্রি করে জীবন চলে
তাই কারও আগ্রহ নেই এ পথে - মরতে পারলেই বাঁচে কেউ কেউ।
মৃত্যুর পর এ পথে মেট্রো চলবে
মোবাইল ফোনে এলার্ম বেজে ওঠবে - ভূমিকম্পে ভেঙে যাবে অট্টালিকা - অগ্নি কান্ডে পুড়ে যাবে পথ।
ছাই হয়ে যাওয়া পথে বসে থাকবে
আগামী প্রজন্মের কয়েকজন কবি
যাদের মেরুদন্ড পুড়ে গেছে অগ্নিকান্ডে-
তাঁরা প্রেম ভালবাসার মোহে এখনো বেঁচে আছে
তবে প্রেম ভালবাসা এরা বুঝে না - এরা বুঝে শরীর।
জীবন একটা পথ -
প্রেম ভালবাসা কিংবা শরীর কিছুতেই সুখ নেই
সুখ শুধু পোস্টার ব্যানার ও বিজ্ঞাপনে - 'কবির মৃত্যুতে আমরা শোকাতহত - শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধাঞ্জলী - মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা - অমুক ভাইয়ের সালাম নিন - প্লট বিক্রি হচ্ছে - বিসিএস কনফার্ম। '