চলো আজ - জানি না কোথায় নিয়ে যাচ্ছি ; অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু ভুলে যাও।
চেয়ে দেখো একটা সমুদ্র একটা পাহাড় আর তুমি একা।
ঘুম নেই চোখে ; অসহায় অন্ধকারে নিঃসঙ্গ তুমি
ডুবে যাও মৃত্যু কাছে আমাবস্যা অন্ধকারে।
সমুদ্র তোমাকে গিলে নেবে ; পাহাড় গুলো ভাঙবে এখন; পাহাড় সমুদ্র সবাই মিলায়ে গেলো - হারিয়ে গেলো সকল প্রাণ।
সবাই ভুলে গেলো প্রভাব প্রতিপত্তি ; অর্থ বিত্ত পরিবার।
ভুলে গেলো ভাষা ; বোবা ভাষায় আর্তনাদ করছে কেউ কেউ।
ভয় হচ্ছে তোমার?
যংযত হও! যংযত হও!
প্রস্তুতি নাও কেয়ামতের।
মৃত্যু পরে তুমি তুচ্ছ - পৃথিবী মৃত্যু ছবি একে ক্লান্ত ; প্রতিদিন মরছে কেউ কেউ - ঘুরে এসো তাদের জীবনে ; মৃত্যুর পর কতটা নিঃসঙ্গ সে।
রাগ করো না তুমি
সমর্পন করো নিজেকে ; সংযত হও আরেকবার
পবিত্র হও ; অপেক্ষা করো।
একবার মরে দেখো- মৃত্যুর পর পৃথিবী কেমন হয়।