দৃশ্যমান অস্তিত্ব মুছে গেলেই
অস্তিত্ব বিলিন হয়ে যায় না
উত্তর আধুনিক বাস্তবতায়
অস্তিত্ব সংকট খোদ পৃথিবীর।
আমরা মেঘ যুক্ত চাঁদের মত অদৃশ্য শৃঙ্খলে
বন্দি ; আমাদের অস্তিত্ব সংকট ফেসবুক ওয়ালে।আমাদের চিন্তাগুলো বন্দি সমাজিক যোগাযোগ মাধ্যমে।
কারও ব্যাক্তিত্ব নেই -
কেউ ঘাসের মতো হতে চায়
কেউ মাটির মতো হতে চায়
কেউবা পৃথিবীর মতো হতে চায়
সবকিছু হতে গিয়ে বিভ্রান্ত হয় -
বিভ্রান্তির অহমে অচল হয়ে বসে থাকে।
আড্ডা জমে বাহারি ফেসবুকে, অন্যকেউ ইন্সটাগ্রামে সংশোধিত চিন্তার বাইরে মোহ খুঁজে
জাল হাদিসের উদ্ধৃতি বিশ্বাস করে
কথায় কথায় তর্ক করে
চাঁদ সূর্যের চেয়েও বেশি সত্য খুঁজে।
দৃশ্যমান সমাজে কারও অস্তিত্ব মুছে যায়
অদৃশ্য ফেসবুকে - সমাজিকতার কারাগারে।
তবুও পাশের ঘাসগুলো দৃশ্যমান সৌন্দর্য নিয়ে বেড়ে ওঠে - মাটির বুকে পানি জমে : গর্ভে চিরন্তন চিন্তার ফসল ফলে - চিন্তাগুলো আধুনিক বাস্তবতায় প্রচন্ড গতিশীল - এখানে অস্বচ্ছতার তীব্র যন্ত্রণায়
আঘাত পেয়ে উত্তর আধুনিক মানুষেরা একা হয়।
জাত চেনায় ফেসবুকে। অদৃশ্য অস্তিত্বের বাস্তব সমাজে এগিয়ে যায় অস্তিত্ব সংকটে!