আমি অথচ আমি নই
আমি যেন অন্য কেউ
অলস পৃথিবীর মতো
পাথারের বুকে বেঁচে আছি '
আমার বুকে প্রাণ নেই।
আমি অতৃপ্ত আত্মার আহাজারি শুনি
রোজ রাতে মৃত্যু বুকে শুয়ে থাকি ;
চুপচাপ বসে থাকি।
নিজেকে মনে হয় নিকৃষ্ট প্রাণ-
হাজার বছরের পুরুনো কেউ '
নতুনত্ব নেই বলে " মৃত্যু হয়েছিল আমার "
মৃত্যুর পর আমার দেহটা
পৃথিবীর বুকে অলস হয়ে শুয়ে থাকে;
মগজে চিন্তার ক্ষয় হয়
দীর্ঘশ্বাস রেখে গেলাম কিছু।