একটা আকাশ আমাদের - একটা সূর্য আমাদের - একটা চাঁদ আমাদের ; অথচ আমরা আমাদের নই।
কেন এই অনিয়ম বলতে পারো?
আমরা তো আমাদের হতে পারতাম ; ছোট সংসারে একটা জানলা থাকতো - দূর নীলিমায় পাখি উড়ে যেতো - জানলার গ্রীলে আটকে থাকতাম দু'জন - বুকের ভেতরে একটু আনন্দ থাকতো - থইথই পূর্ণিমা প্লাবনে পরস্পর আলিঙ্গনে মিশে যেতাম রুপালি রাতে।
কেন এই অনিয়ম বলতে পারো?
ইশ্বর হয়তো আমাদের নিয়তিকে এভাবেই লিখেছেন।
আমরা আমাদের হবো না - কোন দিন না - কখনোই না।