চারিদিকে অশ্রুসিক্ত তরুণেরা-
প্রেমহীন উদ্বাস্তু পৃথিবী ডাকছে আমায়
রামধনু ভাঙা রঙ মেখে
লিখে ফেলি একটি কবিতা।
মায়াবী টেবিল খুচরো কাগজ
কলমের আঘাত রক্তাক্ত পৃষ্ঠা
রক্তাক্ত হাতে কবিতা লিখি
কবি নই খুনি আমি - রক্তপিপাসু হৃদয়
আজ খাবলে খাবে সব।
আমি কে? জানি না
পৃথিবীতে স্মৃতিচিহ্ন লোপাট করেছি
আলো কিংবা আঁধার কেউ চেনে না আমায় -
আমি এক মুক্ত প্রাণ ; অদৃষ্টকে সৃষ্টি করি।
কে কোথায় চলে আয়
দ্রোহের অনলে ক্লান্তির মিছিলে - রক্তাক্ত চোখে।
ভেঙে দে সব ভ্রান্তির কুহক
রাজপথে আজ বিচার হবে
গণতন্ত্রের ফাঁসি হবে -
বিপ্লবী জনতা একটু দাঁড়াও
আমি রাজনীতি নিয়ে কথা বলব না
আমার মুখ বন্ধ - বছরের পর বছর
রাজনীতিহীন এই রাজপথ।
বৃদ্ধরা সব ছাত্রনেতা -
অশ্রুসিক্ত তরুণেরা স্লোগান ধরে
কন্ঠনালী ছিঁড়ে যায় তাদের , রক্তাক্ত ধ্বনি উচ্চারিত হয় রাজপথে - বিদ্রোহী তরুণদের বলছি
কেউ যেন জীবিতো না ফেরে
কুপিয়ে জখম করো ; রাজনীতিকে মুক্ত করো।