তুমি জানো না এখনো
কত ভয় কত মৃত্যু -
এদিকে কুয়াশায় অস্পষ্ট তোমার ভবিষ্যৎ  
তুমি হেঁটে যাও অজানা গন্তব্যে
মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই হাঁটতে থাকো।

তোমাকে যেতে হবে লোকালয় ছেড়ে
প্রান্তরের সবুজ ঘাস -
তার বুকে পা রেখে।
রোজ সকালে সূর্যের মতো
কুয়াশা ভেদ করে -
কখনো হারিয়ে যাবে জটিল উন্মাদনায়।
ধ্বংস হতে থাকবে তোমার জ্ঞানগর্ভ
তখন দ্বিতীয় বিদ্যায় আস্থা রেখে যাবতীয় প্রশ্নে
ক্ষতবিক্ষত হবে - সমস্ত প্রশ্নের সদুত্তর পাবে কেবলই আরাধনায়। তারপরে সবকিছু ছেড়ে
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকবে।
তোমার ভয় কুয়াশায় মিলায়ে যাবে
স্পষ্ট হবে মৃত্যু।

বুদ্ধের জীবনে ভয়
কেবলই নিয়ন্ত্রণ - কথার নিয়ন্ত্রণ ;
খাওয়ার নিয়ন্ত্রণ ; ঘুমের নিয়ন্ত্রণ।
মৃত্যু কেবলই তার সাধনা -
আত্মার ভেতরে প্রবাহিত সময়
আটকে রাখার প্রাণপন চেষ্টা ; কলবের জিকিরে
নফসের বিপরীতে দাঁড়িয়ে থাকা।
এভাবেই সমস্ত ভয় উপভোগ করো
প্রতিটা মৃত্যুর স্বাদ গ্রহন করো।