একটি নদী ভাবতো শুধু সাগরকে দেখে
কত বড়ো সেই সাগর এই ছোট্টো নদীর থেকে৷
দিগন্ত জুড়ে তার বহুরূপের বিকাশ
শেষ হয়েছে সাগর যেখানে মিলেছে আকাশ৷
রামধনুর সাত রঙে রঞ্জিত হয়ে
চলেছে বিরাট সাগর সেই দিকে বয়ে৷
কিন্তু সে ভাবলো আবার
আলাদা সে চাইতে সবার,
মোটেই সুন্দর নও সাগর তুমি
যতটা সুন্দর দেখতে তোমার থেকে আমি৷
সাগর তুমি চলেছো শুধু মরুভূমির মতো
নেইতো কোনো কূল কিনারা কোনো শেষই তো!
নেইতো কোনো গাছপালা পাখিদের গান
মধুর কাকলিতে ভরা সুরের সেই টান৷
আছে শুধু তোমার ওই গর্ব করা ঢেউ
নেইতো কোনো জীবন কোথাও জনমানব কেউ৷
রয়েছে আমার কাছে পাখিদের গান
গাছের পাতার মর্মরধ্বনি শুনে
জেগে ওঠে আমার প্রান৷
চলেছি আমি এঁকেবেঁকে গ্রামের এই ভেতর থেকে
গর্ব করে সবাই তারা আমার এই রূপ দেখে৷
সুর আছে ছন্দ আছে প্রকৃতির তাই
গান গেয়ে আমি তাই আরও দূরে বয়ে যাই৷
পারবেকি তুমি আমার মতো এইভাবে ভেসে যেতে?
পারবেকি তুমি সবার সাথে এইভাবে মিশে যেতে?
পারবেনা কোনোদিন পারাও যাবেনা
পারবেনা তুমি সুন্দর হতে যতই চেষ্টা করো না৷
থাকতো যদি তোমার মধ্যে আমার মতো এত
নদী আর সাগর তাহলে একইরকম হতো