যখন কেউ কথা বলে না ,
কেউ সাথে চলে না ,
কেউ হাত ধরে না ,
কেউ সাহায্য করে না ,
তখন একটি কথা রেখো মনে ,
একাই চলতে হয় এই জীবনে ।
যখন কেউ নাই থাকে পাশে ,
কেউ নাই কাছে আসে ,
সবাই বুকেতে দুঃখ ঠাসে ,
সবাই তোমার কষ্টে হাসে ।
তখন একটি কথা রেখো স্মরণে ,
একাই চলতে হয় এই জীবনে ।
তাই তো আমি বলি, নিজের মুখ খুলি ,
কানে নিতে যেও না অন্যের সব বুলি ।
তারা তো বলবেই, তাদের কাজ বলা ,
তুমিও কিন্তু থেমো না জীবনের পথ চলা ।
জীবনের রাস্তা খুবই লম্বা , মুশকিলও নেই কম ,
কিন্তু তাও সব বাধাকে করতে হয় অতিক্রম ।
পথ তুমি এগিয়ে যাও পরের পর পা বাড়িয়ে ,
কারুর বাধায় কখনও যেনও যেও না তুমি দাঁড়িয়ে ।
তাই একটি কথা রেখো সর্বদা মনের গোপনে ,
একাই চলতে হয় এই জীবনে ।
পথ নাই সোজা , পথ খুবই আঁকা বাঁকা ,
নানা বাধা বিপত্তির চাদর দিয়ে ঢাকা ।
তবুও সেই পথ আমাদের উদ্দেশ্যে পৌঁছে দেয় ,
শুধু আত্মাবিশ্বাস ও বুদ্ধিমত্তার পরিচয় নেয় ।
জীবনের পথ ধরে তুমি যাও সোজা হেঁটে ,
প্রত্যেকদিন নিয়মিতভাবে যাও তুমি খেটে ।
থেমে যাওয়ার যত বড়ই হোক না কোন কারণ ,
পথ চলতে কখনও মনকে করো না গো বারণ ।
তাই একটা কথা যেনও সর্বদা মন মানে ,
দাঁড়িয়ে যেতে নেই কখনও এই জীবনে ।
সময় যখন দাঁড়ায় না , আমরা কেন দাঁড়াব ?
মাথা নিচু করে দাঁড়িয়ে গিয়ে নিজেদের কেন হারাব ?
সঙ্গী যদি নাই বা পাই , একাই পথ চলব ,
কখনও বৃষ্টিতে ভিজব বা কখনও রোদে জ্বলব ।
চলার পথে যখন কেউ নেই তোমার কাছে ,
মনে রাখবে ইশ্বর তখন তোমার সাথে আছে ।
আর ইশ্বর যখন আছে, তখন অন্যের কি দরকার ?
তিনিই তো হলেন সবকিছু, তিনিই তো মোদের সরকার ।
তাই একটাই কথা যেনও তোমার মন জানে ,
থেমে যেতে নেই কখনও এই জীবনে ।।