ও মা-মাগো,
তুমি মোর কত যে আপন।
বুকেতে জড়িয়ে মোরে
করেছো লালন।
কত ছিল আদর-স্নেহ
বুক ভরা আশা,
তুমি আছো, তবু নাই-
সেই ভালবাসা।
৫মাস ও ৭দিন তুমি-
আছো শুয়ে বিছানায়
উঠবে কবে? করবে আদর
আমি যে অসহায়। (আমার মা ৩০শে এপ্রিল ২০১৩ এ ব্রেইন স্ট্রক করে। আর সেই থেকে আজও পর্যন্ত বিছানায় সুয়ে আছে। উঠতে পারেনা, কথা বলতে পারেনা। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।)