কেন করে মানব এমন স্বাদ
অমাবস্যায় ডোবে যে চাঁদ
কেন সে আশায় বাঁচে মন
প্রবল সায়রে ডোবে যে জীবন।
কেন দর্পে দুর্গম পথে চলা
পদ্ম পাতায় পানিতে উচ্ছলতা
কেন বাজায় সে বাঁশির বীন
ইটের উচটে রক্তে ধরে ফীন।
কেন দেখা সেই স্বর্গসম স্বপন
হীম হীম কুয়াশায় ধরে কম্পন
কেন রাত্রি হাজার তারা দেখা
মেঘের ভেলায় আবার একাএকা।
কেন হর্সের বর্ষায় দুহাতে ছোঁয়া
তপ্ত তাপদাহে হাঁসফাঁস কায়া
কেন শীতল পাটির বিছানায় নিত্য
ঘামে ঘেমে দুর্গন্ধে শুণ্যের চিত্ত।
খুলনা থানা
০৩/০৭/২০১৯ খ্রিঃ