আমি লোনা জলের কচুরিপানা
ম.ম. রবিউল ইসলাম
আমি লোনা জলের কচুরিপানা
লোনা জলেই ভাসি
জোয়ার এলেই ভেসে চলি
ভাটিতে ফিরে আসি।
চৈতি রোদে পুড়ি আমি
শ্রবণ জলে ডুবি
শিশির মেখে সকাল বেলা
সকল দুঃখ উবি।
শক্ত শিকড় নেইতো আমার
জলেই করি বাস
নেই তো আমার আপন জনা
নেই তো ইতিহাস।
ছোট জিবন, ছোট কায়া
নেই তো কোন মায়া
তাইতো আমার মাথার উপর
নেইকো কোন ছায়া।
বেগুনি, সাদা ফুলে আমি
সাজি বিকাল বেলা
দশি ছেলে ছিড়ে ছিড়ে
করে খুশির খেলা।
আমি গরুর মুখে যাবর আবার
আস্তাবলের রসদ
ধানের ক্ষেতে জৈব নাকি
বুনো কোন ঔষদ।
আমি পঁচা ডোবার কচুরিপানা
নয় তো পদ্ম ফুল
তাইতো কোন রাজকন্যার
সাজাতে পারিনা চুল।
ভাবতে খুবই অবাক লাগে
আমার নাম টা দিল কে
আমার যে নাম দিয়েছ
ধন্যবাদ তোমাকে ।
ডিবি অফিস
১৭.০৩.২০১৬