ঘুরি স্বার্থের পিছে
ভালবাসা করি মিছে।
খুঁজি সুখ কিসে
মধু নাকি বিষে।
চলি বাকা পথে
সকলের দ্বিধা মতে।
কিসে যায় তাতে
একটু সুখ পেতে।
বলি তিতা কথা
অন্যের বুকে ব্যথা।
যদি পাই সুখ সেথা
নেই তাতে মাথা ব্যথা।
মিথ্যাকে করি ঢাল
সুখের বুনিতে জাল।
রক্তে করি লাল
উড়াতে সুখের পাল।
অন্যের সুখ চুরি
অর্থের পিছে ঘুরি।
পাপেতে খাতা ভরি
যদি চলে সুখ তরি।
আপন করি পর
সুখে বাঁধিতে ঘর।
কি হবে আপন পর
যদি পাই সুখের-দ্বার।
রচনাকাল
১০-০১-০৫ ইং।