বিদায় বেলায় এই অবেলায়
দেব কি তোমায় বলো।
হৃদয়ে আজ মরুভূমি সাজ
ফুরিয়েছে অশ্রু জলও।
পুস্প রাগে হৃদয় বাগে
ফোঁটেনি কোন গোলাপ
সেখানে আজ কাঁটারই রাজ
বিদায়েরী করুণ বিলাপ।
টগর-শেফালী জু্ঁই-চ্যামেলী
গেছে দূর পরবাস,
শিমুল-বকুল ব্যথায় ব্যাকুল
দুঃখ সেখানে একরাশ।
ভেঙ্গে যায় বুক কেঁদে উঠে সুখ
যাতনাতে পাহাড় সম,
শরীর নিথর হৃদয় পাথর
কাঁদিতে পারিনা মম।
বিদায়, বিদায় তাকাই যেথায়
ধ্বনিত কলরব,
থমকিত পবন চমকিত গগণ
করিতেছে একই জপ।
তবুও বিদায় বড় নির্দয়
নিতে হবে তাকে মেনে,
আজ এ ভবে তোমারি তরে
গেছি সবে মোরা জেনে।
রচনাকাল
১২-০২-২০০৪ ইং।