দেখছ কি তাদের অনাহারে যাদের
কেটে যায় তিনটি বেলা,
দাওনা আহার কর প্রহার
কেন কর তবু হেলা।
মালামাল বোঝা তুলে দাও সোজা
ভাবিয়া দেখনা কভু,
ক্ষুধা খালি পেটে যায় তারা খেটে
দেখেও দেখনা তবু।
টাকার বেলা ওরে মোর শালা
আরো কত কি গাল
দু'চার ঘুষি মেরে হও খুশি
চড়াতে চড়াতে লাল।
এমন বিচার করে অনাচার
পাওকি তুমি সুখ
কেড়ে নিয়ে বাতি বুকে মার লাথি
বাড়াও শুধু দুখ।
অহমিকাই আজ ভুলে দ্বিধা লাজ
কেন ক্ষ্যাপা হয়ে উঠো
ভেবেছ কি কখনো নিজে হও হিনো
করিতে তাহাদের ছোট।