সুখের লাগি দোয়া মাঙ্গি
সুখ সেতো মরিচিকা,
অনেষ্বী চোখ খুজেছে অজাানা লোক
কোথাও মেলেনি দেখা।
মরুময় পথে আধারের সাথে
চলেছি কত না একা,
নদীর বাঁকে বটের শাখে
কোথাও মেলেনি দেখা।
সুখ তুমি কি আজো বুঝিনি
তুমি কি বনের খঞ্জনা,
নাকি অভিমান পাখিদের গান
নাকি শুধু প্রবঞ্চনা।
হয়েছি শ্রান্ত বড় ক্লান্ত
তুবু খুজে ফিরি তোমাকেই,
অর্থের মাঝে তুমি তুমি বাজে
সেখানে ও তুমি নেই।
প্রিয়তমের হাসি সে তো কাল বাসি
সেথাও নেইকো তুমি,
কিঞ্চিত সুখে বিষাদ দুখে
হয়ে ওঠে মরুভূমি।
অবশেষে পেলাম তোমাকে বুজিলাম
জননীতে সকল সুখ,
অবশেষে পেলাম তুবুও হারালাম
ব্যথায় ভরিল বুক।
বারান্দীপাড়া, যশোর
১৫/০৮/০৪ ইং