বৃষ্টি শেষে, ঝোপের পাশে
উড়ছে দারুন উই,
পাখা মেলে হেলে দুলে
আকাশ ছুই ছুই।
বীরের মত হাজার শত
নেইকো তাদের ভয়,
পাখার জোরে মেঘের পরে
করবে আকাশ জয়।
আকাশ পথে হাফিয়ে নিতে
করল দারুন ভুল,
একে একে ঠোঁটের ফাঁকে
নিল পক্ষিকুল।
জয়ের ঘোরে জীবন টারে
নিল মরন পাখা,
উই এ ভরা উই ঢিবিটা
রইল পড়ে ফাঁকা।
রচনাকাল----১২/০১/০৫ ইং
বারান্দীপাড়া
যশোর।