জানালার ধারে,   পথের তরে
      চাহিয়া ছিলাম মম
যে পথও দিয়া,    আসিবে ফিরিয়া
      সে প্রান প্রিয়তম।
ধ্যানেতে তাহার,   ছাড়িয়া আহার
      কাটিছে কতনা রাত
দিবাকর ভাসিছে,   আধার কাটিছে
      আসিছে আবার প্রভাত।
এ কোন আবেশে,   মিষ্টি সুবাসে
      কাদিয়া উঠিল প্রান
নিরব নির্জনে,   এমনি ক্ষনে
      ভাঙ্গিল মম ধ্যান।
পশ্চাৎ চাহিলাম,   দেখিতে পাহিলাম
      কচি মুখের এক কিশোরী
হস্তে তাহার,   পুস্প বাহার
      যেন কোন আলো দিশারী।
নিকট আসিলো,   মলিন হাসিল
      উদাশি খোলা চুল
হস্ত দুখানি,   বাড়াল যখনি
      দেখিলাম হলুদিয়া ফুল।
শরির কাপিল,   অশ্রু ঝরিল
      ভাবনায় গগন সম
বুঝিলাম তবে,   মিছে হল সবে
      বসনে বসিয়াছে প্রিয়তম।
                      
                                              ১৩/০৭/০৪ইং
                                              বারান্দি,যশোর