এপার ওপার দু'পারে টান
পানসিতে আমি একা
গোলমেলে এক গোলক ধাঁধায়
উঠেছে চাঁদ বাঁকা।
এপারে মায়াবী অপস্বরী এক
স্বপ্ন বিভাভরী মাতা
ওপারে স্বজন অতি-প্রিয়জন
রক্ত বাঁধনে গাঁথা।
অপস্বরী তার মায়াবী বাধনে
করেছে আমায় গ্রাস
স্বজন বিয়োজনে হৃদয় বিজনে
অনল প্রবাহের ত্রাস।
এপারে পুড়ছে সপ্ত চিমনি
ওপারে অষ্ট জাহান্নাম
কি পুস্পে রাঙ্গাবো ডালিখানি মোর
করিব তাদের প্রণাম।
এমননি অনল প্রবাহের তোড়ে
দুলছে পানসিখানি
কেমনে থামিবে উত্তাল এ ডেউ
দুধারের যত গ্লানি।