নিজেকে ডুবিয়ে তুলিলাম পদ্ম
করিলাম তোমার পায়ে দান
আমার পা যুগল কাটিল শামুকে
ব্যথার বেদনে দেহ অবসান।

তুমি তো হাসিতেছ আর কহিতেছ
আহা কি পিরিতি ভালবাসা
তোমার মত নাহি কোন যুবক
তুমিই সেরা আর খাসা।

শামুকের আচরে নয়ন গোচরে
টলমল টলমল রক্ত জল
সে ক্ষণে তুমি হাসির পিপাসাতে
অভিমানে ডুবিলে প্রবল।

স্ব হস্তে অভিমানে ছিঁড়ছো আবার
সে পদ্মের পাপড়ি পাতা
মম পা যুগল কি বিষের বিষে
জ্বলছে বুঝিবে কে সেতা।

সে অভিমানে বলো হে তুমি
তোমার নগ্ন বিলাসী মন
এ কেমন বিলাস করে সর্বনাশ
বিষে ই সঁপিতেছি জীবন।

                                ....... রচনাকাল
                                  ২৪/০৬/২০১৮
                                      খুলনা থানা।