ওগো মাগো! কোথা রয়েছো বল,
স্নেহের সে বাঁধন কেন আজ ক্ষীণ?
নয়ন মাঝে তুমি আসিবে কি চল,
নাকি থাকিবে শূন্যতারই রীন?
শীতল বাতাসে ওঠে তব নাম,
চাঁদেরও কিরণ আজ নিরাশ নির্জন,
নদীরও কূলে ধূসর অভিরাম,
পাখির কণ্ঠে শোনা যায় বিরহেরই গুঞ্জন।
শুষ্ক বনভূমি, পল্লবও ম্লান,
ম্লান এই হৃদয় তোমার বিরহে,
বুকেতে বাজে যে যন্ত্রণারই তান,
আকাশে ঘনায় আঁধারেরই সম্ভে।
ফিরে আয় মা! স্বপনে নয়নে,
আদরে রাখিবো বক্ষে বিজনে।
খুলনা
------
১১-০২-২০২৫