লভেছিনু যে আশা, অসীম প্রত্যাশা
সবি যেন হলো আজি চূর্ণ
কিঞ্চিত ছোয়াই, পিপাসিত কায়াই
হয় কি তাহা পূর্ণ?
তব শিয়রখানি, মম বক্ষে
লাগিত কি বড়ই তুচ্ছ ?
হেয়ালীতে তাই, তুষ্ঠ কথাই
শোনালে নানান কুচ্ছ।
আশাহত মনে, আজ এক্ষনে
করিতেছি মম পণ
এ আশা নিয়ে, তব কাছে যেয়ে
করিব না সমার্পণ।
ইহাতে মম, ধরুক ব্যামো
হৃদয়ে কষাঘাত
স্বপ্ন চয়ন, ভেজাতে নয়ন
আসুক লোনা প্রপাত।
সে ক্ষনে তুমি, ওগো মৌসুমি
পাবে নাকো মোর সাড়া
মন্ত্র আওড়াও, হস্ত বাড়াও
আবেগে নাড়াও কড়া ।
খুলনা থানা
৩০/০৬/২০১৭