আমি অল্প আলোয় স্বল্প দেখি,
গল্পলোকের গল্প শিখি।
রাতের চাঁদে রঙিন ছায়া,
স্বপ্ন বোনে সোনার মায়া।

জোনাকিদের ডাকে জাগি,
রূপকথার পথের লাগি।
বাতাস গায়ে মেখে উড়ি,
আলোছায়ার দেশে ফিরি।

নদীর গানে বাজে আশা,
তারার চোখে স্বপ্ন ভাষা।
চেনা পথও অচেনা হয়,
স্মৃতির ঢেউ মন ছুঁয়ে যায়।

অল্প আলোয় দেখার ভান,
গল্প লেখা মনের গান।
শব্দ বুনে সাজাই সুর,
রূপকথা হোক জীবন ভর।