সময়ের রৌদুরে পুড়ে আমি খাক
স্বাধীনতা নিংড়ানো দুমড়ানো বাক
তামাটে জীবন জুড়ে দো ভাজা স্বপ্ন
নিমপাতায় মুড়ে নিলাম পরিপাটি যত্ন।।
গহীন নির্জনে আড়াল করিলাম দর্পণ
তীক্ষ্ণতা লুটাইলাম, করিলাম সমর্পণ
মন, মাথা দেহ খানি অবসাদে ভরাডুবি
মানসিক বিষাদে নাক ডোবা হাবি ডুবি।।
মহাজনের মহাজনি আজ যেন দাদাগীরি
নির্লজ্জতায় মাথা ঠোকে মম শত হিরোগিরি
সময়ের পাল্লায় নিয়ত পাচ্ছি সময়ের দণ্ড
হামাগুড়ি স্বপ্নটা বদলেছে চেনা সেই খণ্ড।।