প্রতিদিন ভাবি দিনটা আলো ঝলমলে হবে আজ,
জানালা খুলে দেখি সেই পুরোনো মেঘের ভাঁজ।
নীল আকাশটা কই? ধুসরে ঢাকা পড়ে রয়,
অপেক্ষা জমে থাকে, শুধু হতাশা কথা কয়।

দিন যায় রাত আসে, ঘুরে ঘুরে সেই চাকা,
মনের ভেতর শুধু একই ছবি আঁকা।

মেঘে ঢেকে থাকে নীল আকাশ! এই প্রহর কাটে না!
আলোর খোঁজে ছুটে চলি, তবু আলো ফোটে না!
জীবনের পথ জুড়ে শুধু, মেঘলা দিনের সারি,
এভাবেই দিন চলে যায়, এ কেমন আহাজারি!

কত স্বপ্ন সাজিয়ে রাখি, ভোরের আলো দেখবো বলে,
সূর্যটা মুখ লুকায় ফের, কালো মেঘের কোলে।
সময়গুলো থমকে থাকে, ইচ্ছেরা পথ হারায়,
জীবনের ক্যালেন্ডারে শুধু, মেঘলা পাতা জড়ায়।

দিন যায় রাত আসে, ঘুরে ঘুরে সেই চাকা,
মনের ভেতর শুধু একই ছবি আঁকা।

মেঘে ঢেকে থাকে নীল আকাশ! এই প্রহর কাটে না!
আলোর খোঁজে ছুটে চলি, তবু আলো ফোটে না!
জীবনের পথ জুড়ে শুধু, মেঘলা দিনের সারি,
এভাবেই দিন চলে যায়, এ কেমন আহাজারি!

এই আঁধার কি শেষ হবে না? আসবে না নতুন ভোর?
ভেঙে যাবে কি অপেক্ষার এই কঠিন, অচিন দোর?
কতটা পথ পেরোলে পাবো সেই আলোর দেখা?
নাকি মেঘেই ঢেকে রবে জীবনের সব লেখা?

মেঘে ঢেকে থাকে নীল আকাশ! এই প্রহর কাটে না!
আলোর খোঁজে ছুটে চলি, তবু আলো ফোটে না!
জীবনের পথ জুড়ে শুধু, মেঘলা দিনের সারি,
এভাবেই দিন চলে যায়, এ কেমন আহাজারি!


এভাবেই কেটে যায়... জীবনের প্রহর...
মেঘলা... আকাশ... ধুসর...