নিথর বিশ্ব, শোন্ শোন্ শোন্... এ কোন ক্রন্দন রোল?
ভূমধ্যসাগরের তীরে আজ বইছে খুনের ঢল!
ছিঁড়ে খুঁড়ে কচি বুক, রক্ত ঝরে ফিনকি দিয়ে,
মানবতা কোন আঁধারে মুখ ঢেকে রয় ভয়ে ভয়ে?

ওরে দানব! ওরে বর্বর! ওরে নমরুদের জাত!
আর কতকাল চালাবি তোরা এই আঁধার হত্যারাত?
কাঁদে মসজিদ, পোড়ে গির্জা, মানবতা আজ শ্মশানঘাট,
রোগীর বেডেও হানে বোমা, পায় না নিস্তার এই মুমূর্ষু রাত!
এক ফোঁটা জল? তাও জোটে না! বোমার আগুনে ঘর পুড়ে ছাই,
ভেজা চোখে মা তাকায়, শিশু ক্ষুধায় শুধু ছটফটায়!
সত্য বলিলে ভাঙে কলম? এ কেমন অবিচার?
খুনের কালিতেই ইতিহাস লিখিবে যে এবার!

শোন বিশ্ব! কান খোল! এ কি ধ্বংসলীলা চলে গাজায়!
মাথার উপর মৃত্যু-শকুন , ঝাঁকে ঝাঁকে নামে অগ্নি-বৃষ্টি হায়!
ঘুমন্ত শিশুর স্বপ্নেও আজ বোমারু বিমানের বিকট সৃষ্টি!
কেঁপে ওঠে মাটি বারেবার, থামে না তো এই নরক দৃষ্টি!
না জল, না অন্ন, শুধু বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনি,
লাশের মিছিল দীর্ঘ হয়, তবুও ভাঙে না ওদের নীরব মণি!
মোড়লরা সব খেলারত, দেখে দূর হতে এই রক্তের বনি!
যেন ফিলিস্তিনের প্রাণ নিয়ে হোলি খেলে আজ বিশ্ব ধনী!

চেয়ে দেখ ওই শিশুর চোখে, বোবা চাহনিতে প্রশ্ন ভাসে,
রক্তাক্ত শরীর, ছিন্ন বাস, অসহায় ঘুরে দীর্ঘশ্বাসে।
হাসপাতালে নেই আলো, নেই ওষুধ, শুধু আহতদের আর্তনাদ,
অপারেশন থিয়েটারেও মৃত্যু হানা দেয়, ভেঙে সব বাঁধ!
কার কাছে বিচার চাইবো? কে দেবে আশা? এ কোন বিচারালয়?
এ মাটির দাবি রক্তেই হবে আদায়, ইনশাআল্লাহ্‌, নেই সংশয়!

জাগো জাগো নিপীড়িত, তোলো আল্লাহু আকবর ধ্বনি!
হুংকারে থরথর কাঁপে যেন জালিমের আসন এখনি!
রক্তের প্রতি ফোঁটা থেকে জন্মাবে লক্ষ সেনা দুর্বার,
এই মাটি ছাড়বো না, দেবো না এক কণাও অধিকার!
ইস্রায়েলি কাপুরুষ, শোন তোর দিন শেষ আসছে ওই,
ফিলিস্তিনের আকাশে উড়বেই বিজয়ের নিশান, হবেই জয়!
গায়ের লোম দাঁড়িয়ে যায়, রক্তে বয় তীব্র স্রোত,
প্রতিশোধ নয়, চাই অধিকার, এই আমাদের শাশ্বত ব্রত!

আল-আকসার মিনারে আজ আযানের সুরও যেন কাঁদে,
তবু ভাসে ঐশী আলো, বিশ্বাস আরও দৃঢ় হয় আল্লাহর ডাকে।
ধ্বংসস্তূপের বুকেও ফোটে প্রতিরোধের ফুল অচিন,
মায়ের দোয়া কবুল হবেই, আসবে বিজয়ের সুদিন।
আগামী শিশু হাতে নেবে পাথর, শিখবে লড়াই কাকে কয়,
ভুলবে না কভু এই পবিত্র ভূমি, এই তাদের পরিচয়।

বলে কিনা আত্মরক্ষা! বাহ্! কী নির্লজ্জ অজুহাত!
সত্তর বছর ধরে কেড়ে নিলি ভিটে, মাটি, আলো, রাতের সব সাধ!
জাতিসংঘ? মানবাধিকার? সব ফাঁপা বুলি, টাকার খেলা!
বিবেক বন্ধক রেখে ওরা দেখছে রোজ এই হত্যামেলা!
কিন্তু জেনে রাখিস, জালিম! এ আগুন নিভে যাওয়ার নয়,
যতদিন রবে ফিলিস্তিন, চলবে লড়াই, হবে না তো ক্ষয়!
লড়াই চলে মুক্তির, লড়াই জীবনের, প্রতিটি ধূলিকণার!
এ মাটি মোদের, এ পবিত্র ভূমি, রুখবে কে এ দুর্বার!

জাগো জাগো নিপীড়িত, তোলো আল্লাহু আকবর ধ্বনি!
হুংকারে থরথর কাঁপে যেন জালিমের আসন এখনি!
রক্তের প্রতি ফোঁটা থেকে জন্মাবে লক্ষ সেনা দুর্বার,
এই মাটি ছাড়বো না, দেবো না এক কণাও অধিকার!
ইস্রায়েলি কাপুরুষ, শোন তোর দিন শেষ আসছে ওই,
ফিলিস্তিনের আকাশে উড়বেই বিজয়ের নিশান, হবেই জয়!
গায়ের লোম দাঁড়িয়ে যায়, রক্তে বয় তীব্র স্রোত,
প্রতিশোধ নয়, চাই অধিকার, এই আমাদের এই আমাদের শাশ্বত ব্রত!

শোনো বিশ্ববাসী শোনো... এ শুধু কান্না নয়... এ প্রলয়-হুংকার...
যতদিন দেহে আছে প্রাণ... চলবে এ অবিরাম প্রতিকার...
ফিলিস্তিন... ফিলিস্তিন... হবে একদিন স্বাধীন...
আসছে আযাদী... আসছে সেই দিন... ইনশাআল্লাহ্‌...

আল্লাহু আকবর!......... আল্লাহু......আকবর

খুলনা
১২-০৪-২০২৫