**আনিতে নতুন প্রভাত (বিদ্রোহী)**
- ম,ম, রবিউল ইসলাম
রুদ্র কোলাহল, বদ্ধ দেওয়াল,
উঠরে জেগে সূর্য সেনাদল।
রুখতে হবে তিমির রাত,
আনতে হবে সোনালী প্রভাত।
ভাঙ্গতে হবে মিথ্যার তালা,
সত্যের শিখা অন্তরে জ্বালা।
কিসের ভয়ে হটবি পিছু?
মিথ্যার দেওয়াল নয়তো কিছু।
বুকের মাঝে সত্য সদা,
সাথে আছে অসীম খোদা।
সত্যের পথে কিসের ভয়?
অবশেষে এসে হবেই জয়।
শক্ত হাতে ধররে অসি,
ভণ্ডের বুকে দেরে বসি।
ছিন্ন করে বাতিলের জাল,
রক্তে রক্তে করে দে লাল।
শান্তির কাণ্ডারীকে
যারা ঐ কার্টুন আকে,
যারা ঐ ব্যাঙ্গ করে,
আগুন লাগা তাদের ঘরে।
লাথিতে ভাঙ্গরে বুকের ছাতি,
নেভাতে জীবন বাতি।
হলে হবি শহীদ গাজী,
তাড়াতে ভণ্ড পাজি।
করেদে মুণ্ডু নিপাত,
আনিতে নতুন প্রভাত।