যদি মিলিত হতো সত্যি
আকাশ আর পাতাল;
তবে তোমার আমার ব্যবধান
থাকতো না বহাল।
যদি সূর্যটা উঠতো পশ্চিমে
আর ডুবতো পূবে;
তবে তোমার আমার মিলন
হতো এই ভবে।
যদি বেদুঈন পানি পেত
মরুর মরিচীকার পুরে;
তবে আমি তোমাকে পেতাম
শূন্য বুক ভরে।
(আমার লেখা প্রথম পূর্নাঙ্গ কবিতা।
৯ জুন ২০০৪ইং।টাঙ্গাইল।)