ক্লাস ফাঁকি, পার্কের গল্প
বাদাম বাদাম,খুনসুটি অল্প;
মেঘ বৃষ্টির শিহরণ
মুঠোফোনে রাত্রি জাগরণ।
শত অভিযোগ অভিমান
এক চুমোতেই সমাধান;
দিনে দিনে কত স্মৃতি
প্রেমের মালায় শত পুতি।

তারপর,,,,,,,,,

লুকিয়ে রাখা অনেক ব্যথা,
থাকনা সে কথা।