তুমি ভুল পথে চলেছো তরুন_
ভুল ভাবনায় বিব্রত তব মস্তিষ্ক,
কুহেলির ধূসর জালে জড়াচ্ছো তুমি
ভুল কথায় সাজাচ্ছো জীবনের সজ্ঞা।
সিগেরেটের ধূয়ায় মানচিত্র একে
নারীর শরীরের ভাজে মধু খুজে_
চলনে-বলনে যুগের হাওয়া মেখে
তুমি প্রকাশ করে যাচ্ছো ভুল তারুন্য।
তারুন্য থাকে অন্তরের অভ্যন্তরে,
সভ্যতার-মানবতার পতাকা হাতে_
ছুটে চলা পথে প্রান্তরে,দেশ-দেশান্তরে
তারুন্যের চোখে জাতি উল্লাসে মাতে।