আমি সব বাধার গন্ডি পেড়িয়ে
বারবার তার কাছে ছুটে গিয়েছি;
নেশাগ্রস্থ ঐ রক্তিম চোখে আমি
অহর্নিশি অবাধে বিচরন করেছি।
সে বাধা দেয়নি বলে আজও
আমার দেহগ্রন্থি চিরচির করে উঠে;
কুচি পাথর_সূচি কন্টকের মাঝে
আবেগে নিতে চায় মুক্তো খুটে।
সে নিষ্ঠুর নাকি নিরল দাত্রী
মন যে কভু সংশয়ে টলে;
সে তো বাতায়ন খুলেনি আগে
আমিই দিয়েছি দ্বার খুলে।
সে আমায় রং -তুলি দেয়নি
আমি তবুও কত কি যে একেছি;
সে আমায় ডাকেনি_
আমি ইচ্ছে করেই তার কাছে গিয়েছি।