রাজনীতির এ ধারাবাহিক নাটক
দর্শক- স্রোতার মন কেড়েছে ঢের;
অভিনেতারা বেশ মেতেছে
কাহিনীর ধরে জের।
কত স্থলে স্যুটিং হল
কত শর্টে_কতনা রঙ্গে;
তাইতো নির্মিলো স্বার্থক নাটক
আনন্দ অশ্রুর তরঙ্গে।
ভীন দেশেরও চোখ পড়েছে
বিস্ময়ে চরক,দৃশ্য হেরে;
বাহবা দিচ্ছে সোনার বাংলার
সোনার সন্তানদের তরে।
আনন্দে তাই দেশ সাধারন
সুখের স্বপ্ন গড়ে;
সাবাশ বাংলার সাবাশ নীতি
ধন্য ধরা জুড়ে।