ধৈর্য্য দাও হে প্রভু_দাও সহনীয়তা
আসুক যত ব্যর্থতা ও অন্ধকার;
আমার চরন যেন চলে সৎ পথে
করতে পারি যেন তব আরশ গুজার।
রক্ষা করো মোরে কুমন্ত্রনা হতে
না যেন হয় সরস লালসা;
জীবনে-মরনে শুনতে চাই কেবল
ঐশী সুরের কোরআনী জলসা।
অন্ন না দাও-বস্ত্র না দাও
এ অধমেরে দিও শক্ত ঈমান;
মরন দিও প্রভু যন্ত্রনা হীনে
হাসতে হাসতে পার করো মিজান।