যদি ব্যথা দাও
মালা গেথেঁ গলায় পড়ে রইবো,
অশ্রুতে ধুইয়ে হররোজ
তারে শুচি-শুভ্র করে রাখবো।
যদি ভুলে যাও
মনের ক্যানভাসে পুরানো ছবি আকঁবো,
জীবনের দীঘল পথে_
বাকে বাকে তোমায় রঙ্গীন ফ্রেমে টানবো।
যদি ভালোবাসা দাও
রফিক আজাদের কবিতা হবো,
তোমার নিবিড় আলিঙ্গনে_
বিশ্বকে ভালোবাসার পবিত্রতায় ভরে দেব।