পদ্মকরে জন্ম নাওনি তুমি-
তবুও তুমি পদ্ম;
মোড়ানো তুমি আখিপটে
তবুও পাই ছদ্ম।
আমি সকাল-সন্ধ্যা হররোজ
উদাস পূরবী হাওয়া;
ঢেউ খেলে যাই ঝিলিমিলি
পাইনা তব ছোয়া।
ওগো_তুমি কোন্ পুষ্পকন্যা
কোন্ শিল্পীর গড়া;
মননে আছো মিশে তবু
যায়না তোমায় ধরা।