এই মাঝরাতে তোমাকে নিয়ে
ব্যাকুল ভাবনার মূল্য আমি চাই না;
আমার অন্তরে জলোচ্ছ্বাসের মত
ফেঁপে উঠা সব কথা বলতে চাই না।
ওগো নন্দিনী ঽলুদ পাখি মোর
আদ্যোপান্ত কাব্যের সারাংশ বলি_
আমি যে তপস্বী_চিরপ্রার্থী,
শুধু তোমার হলুদ চোখের পুষ্পে
এক বিন্দু জল ছিটাবো বলে।
এ আমার এক জনমের সারমর্ম।।