নীলিমার নীলে হারিয়েছি নীল নয়ন
বুঝিনা কার হৃদে কার অর্পন;
একই সে রুপ_আলো আধাঁরের প্রাচীন খেলা
এক সে মেঘ-বৃষ্টির মেলা।
তুমিও কি হারিয়ে যাও অসীম নীলের গহ্বরে
মেঘের ছায়া পড়ে অন্তরে;
তুমিও কি উদাস হয়েই আমার পানে চাও
ভাসাও কি নাঙ্গা নাও?
আমারেও যদি লাগে বিশাল সপ্ত স্তবক
মন ভুলানোর শুদ্ধ চমক;
আমার অশ্রুতে যদি পাও বৃষ্টির মিল
তবে এই নীলই ঐ নীল।
30. 09. 2017
চান্দরা, গাজীপুর