কষ্ট মম শৃঙ্গ সম
বুকে রেখেছি ঢেকে;
কাল তুমি এসো
ঐ লৌহজঙ্গের বাকে।
নয় ভয়,নয় সংশয়
দেখো না তার বিন্দু;
কাল তুমি এসো
তব শিরে হাসবে ইন্দু।
বেসাতি ভারে যেবা মরি
তখন তোমায় স্মরি;
কাল তুমি এসো
দিওনা আবার আড়ি।
শত কাজে প্রভাত-সাঁঝে
অকারনে তুমি সাধারন;
আমায় দিওনা দোষ
আমি জানিনা প্রেমের ব্যাকরন।