আমার কবিতার আঙ্গিনায় তোমার
শব্দরা এখনো ঘুরেফেরে;
এখনো গহন নিশিতে চমকে যাই
তোমার ছায়া শরীর হেরে।
গুপ্তচরের মত কি নিদারুন
তোমার বসবাস আমার অস্তিত্বে;
পোষ মানা প্রাণীর মত আমার
দিন কাটে যেন তোমারই কর্তৃত্বে।
জলের শব্দে নির্লিপ্ত হৃদয়
বিব্রত হয়ে খুঁজে যৌবনের বেগ;
বক্ষ থেকে ভেসে আসা সে গন্ধ
করেনিতো নাসিকা ত্যাগ।
বৃষ্টি পড়ে দূরে, ছাদের নিচে
আমি ভিজে একাকার;
চাঁদনী ঝড়া চন্দ্রিমাটি
তোমার মুখচ্ছবিতে নিরাকার।
কাঁটাতারে লেগে থাকা রক্ত হয়তো
শুকিয়ে শক্ত হয়েছে;
সংগ্রামের দিনগুলো সীমান্ত প্রহরীরা
হয়তো ভুলে গেছে।
তোমার সার্বভৌমত্বে এখন
দিব্যি উড়ছে অচেনা নিশান;
জানিনা কতটা মেঘহীন তোমার
সেই ভালোবাসার নীল ঈশান।