কাছাকাছি থেকেও তৈরী হয় যে দূরত্ব
তা শত আলোকবর্ষ দূর থেকেও বহুদূর,
অন্তরে বাজে ডামাডোল,মুখে বেড়িবাঁধ
বাতাসে উড়ে তরঙ্গায়িত সুরাসুর।
একটি ঢেউয়ের প্রতীক্ষায় বালুর সুউচ্চ বাঁধ
মিলনের প্রাচীন সুখ বন্দী লজ্জাবতীর পাতায়,
কে হানবে প্রথম আঘাত অদৃশ্য অস্ত্রে
দুটি হৃদয় সংকোচ সংকল্পে লুটায়।
দ্বিধান্বিত মুহূর্ত পিষে যায় কালের চাকায়
ক্রমে বাড়তে থাকে হৃদপিন্ডের স্পন্দন,
বিদায় ঘন্টা বেজে উঠার প্রাক্কালে
আচামকা ঝড়ে সরে যায় সমস্ত আবরণ।