এপাড়-ওপাড়ের দূরত্ব গেছে বেড়ে
সম্পর্কের সেতু আছে পরগাছায় ঝুলে;
অনুক্ত কথা সাঁতার কাটে
চোখের নদীর গভীর জলে।
দিনান্তে ধূলো পড়েছে মনের আয়নায়
সংশয়ে সংঘাত, ভালোবাসাও টলে;
ভেসে যায় স্মৃতির পুষ্পডালা
চোখের নদীর গভীর জলে।
জীবনের রঙ্গীন আয়োজন ফ্যাকাশে হয়ে
মস্তিষ্ক ক্রমে বিবেকের কানুন ভুলে;
চন্দ্র-সূর্য পাল তুলে এক তরীতে
চোখের নদীর গভীর জলে।
সর্বহারা শূন্য হিয়া সব লেনদেন সাঙ্গ করে
সাঁঝের বেলায় দূর নীলিমায় নিথর দৃষ্টি ফেলে;
ডুবছে প্রেম ধীরে ধীরে
চোখের নদীর গভীর জলে।