যখন সামনে চেলে আসবে
কলুষিত পাপের পান্ডুলিপি;
অনুতাপে হৃদয় ঘরে
জ্বালাবে কি নিশীথের কুপি?
ছদ্মবেশে কিংবা বদ্ধ ঘরে
সাক্ষহীন করে যাও পাপ;
চোখটি বন্ধ করে দেখ
সহস্র ছায়া দিচ্ছে তোমায় শাপ।
ছায়া আসল,তুমিই নকল
কালোর মাঝেই তার চমক;
কালে কালে ধারন করছে
তোমার জীবনের সম্যক।