বিন্দু বিধু
পশ্চিম গগনে_
যখন উঠে,
হৃদয় তখন
দুঃখ ভুলে_
সুখ সাগরে
ঊর্মি তুলে।
বিন্দু বিধু
গাছের ফাকে
যায় তলিয়ে,
মনটা তখন
উদাস হয়ে_
আগাম দিনের
স্বপ্ন নিয়ে
যায় হারিয়ে।
বিন্দু বিধু
রাতের বেলা
ঘুমের মাঝে
স্বপ্ন হয়ে_
চোখের কোনে
রং লাগিয়ে_
ঝিলকি মেরে
হৃদয় কাড়ে।
পাড়াগ্রাম,টাঙ্গাইল