তুমি ইন্দু হয়ে বিন্দুতে বসে থাকো স্থির
আমি অস্থির কালো মেঘ ঘুরে বেড়াই বৃত্ত রেখায়;
যদি আরও একবার ঘটে সৌরজগতের বিস্ফোরন
ব্লাকহোল ভেদ করে ঢুকে যাবো তব অন্তপাড়ায়।
নক্ষত্রের আলোয় ঝলসে গেছে চোখের রেটিনা
শুধু তোমার সব আলোক রশ্মি সাতার কাটছে গহীন জলে;
আমি ঘূর্ণায়মান অপেক্ষা করে যাবো মহাকাল
পরিধি ভেঙ্গে একদিন বিন্দু ছুঁয়ে দেখবো বলে।