সখী,আজ বড় অসহায় হয়ে তোমাতে
তুলে ধরেছি শুকনো দুটি হাত;
বকুলের কোন মালো আজ চাই না_
শুধু দাও দু'ফোটা বিদায়ী অশ্রুপাত।
যে দিন গিয়েছে খুব কাছে থেকে
ভুলে যাও তারে তিলে তিলে;
বিদায় শেষে স্মরিলে সব স্মৃতি
ক্ষত-বিক্ষত হবে তুমি পলে পলে।
আমিই যে তোমায় ডেকেছি কাননে
আজ আমিই করছি একা;
আমি অপরাধী,তুমি কয়েদী
এইতো হল যাতনার প্রারম্ভিকা।
সখী,বলতে পারিনা মূল কথা
এলোমেলো বকে যাই কেন যে;
কিভাবে মেনে নেব তব কষ্ট
বিরহ আজ প্রেমের প্রতি খাঁজে।