ক্ষুধা-তৃষ্ণা
আরও অসংখ্য অভাবে মিশে গিয়ে_
তোমাদের সামনে তুলেছিলাম দু'টি হাত;
অস্বচ্ছ দু'টি চোখ প্রতীক্ষায় ছিল কম্পমান
সে চোখে শেষে ঝরলো অশ্রু প্রপাত।
হেসে-খেলে
আরও অসংখ্য সব মজার কৌশলে_
আটা গুলে রুটি করেছো আমায়;
চিবিয়ে খেয়েছো,কভু ছুড়ে মেরেছো
ক্ষুধার্ত কুকুরের সামনে ফাকা রাস্তায়।
রোগ-শোক
আরও অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে_
বেছে নিয়েছি সবচেয়ে কঠিন কাজ;
শুধু দু'মুঠো ভাতের জন্য
নিকষ আধারে আমার এ ভীন্ন সাজ।