অকারনে তোমাকে হাসাই-কাদাঁই
আবেগে ভাসাই অকারনে,
অকারনে তোমার হৃদে তুলি
ভালোবাসার উত্তাল ঊর্মী।
অকারনে ঢেলে দিই ঘৃনা_
ক্রোধের অনলে জ্বালাই অকারনে,
অকারনে করি নিবিড় আলাপন।
অকারনে ষ্পর্শ করি
অকারনে পালাই অন্তরালে,
অকারনে শুনাই গান
বকে যাই অকারনে।
অকারনে তোমায় বিরক্ত করি
অকারনে সিক্ত করি আদরে,
অকারনে তোমায় স্বপ্নে দেখি
প্রভাতেই ভুলি তা অকারনে।
তোমায় ঘিরে আমার সমস্ত অকারন
প্রতিনিয়ত ঘটে যায় অকারনে,
তবুও অকারনের এ প্রেম_
অকারনে সুভাষ ছড়ায় ভূ-সমীরনে।