আমার আবার কষ্ট কিসের
সইতে পারি জ্বালা বিষের;
ভাবছিনা তো তোমার মত
করে যাওনা নাটক যত।

আমি ভাসি মেঘের ভেলায়
চালবোনা চাল তোমার খেলায়;
মরে গেছে তোমার পোঁকা
নদীর মত রইবো একা।