সেই প্রাচীন থেকে আধুনিক সভ্যতার দ্বারপ্রান্তে
কতবার বদলায়েছে পৃথিবীর রূপ
কতবার সৃষ্টি আর কত ধ্বংসস্তুপ;
রোম নেই আর, আজ আর নেই ব্যাবিলন
পৃথিবীর শঠতার মাঝে পোড়ে কত হৃদয়-মন
পুরনো পথের রেখা হারানোর ব্যাথা কেউ কি জানতে?

মায়ের ভালোবাসার মতন রয়ে যায় আজীবন
বাতাসে সবুজের ঘ্রাণ-এই ধানক্ষেতে
বাংলার পথে-প্রান্তরে;
হয়ত জীবনানন্দ আসে ধবল বক হয়ে, সবুজের ছোঁয়া পেতে
দৃশ্য একে যায় অন্তরে।


ধন্যবাদ