-
           পিপাসু এক হরিণের বাড়ে
               পানির প্রতি মায়া,
              পানি খেয়ে শান্ত হ্রদে
              দেখছে নিজের ছায়া।

বিরাট আঁকাবাঁকা শিং এর গর্ব, সুন্দর সাজসজ্জা
সরু সরু পায়ে নজর যেতেই, হরিণ পেল লজ্জা।

           এমন সময় এক ক্ষুধার্ত সিংহ
                আসলো হন্য হয়ে,
           হরিণ বেজায় ছুটতে লাগলো
                 তার প্রাণ ভয়ে।

হঠাৎ ঝোঁপের মধ্যে, আটকে গেল হরিণের শিং
সহসায় ধরলো তারে, বনের হিংস্র এই কিং।
       অবশেষে বুঝলো, পাগুলোই ছিল
                বাঁচার উপকরণ,
          শিং ছিল তার গর্বের ধন
             সেটিই মৃত্যুর কারণ।

‘‘মানুষের এই স্বল্প জীবনে, আছে সুখ দুঃখের ভেলা
গুরুত্বপূর্ণ জিনিসকেই আমরা, করি সদা অবহেলা’’।